অনলাইন ডেস্কঃ
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় ডিউবল প্রতিযোগিতার পুরুষ ও নারী উভয় বিভাগেই সেরার খেতাব জিতেছে বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব। সোমবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে পুরুষ বিভাগের ফাইনালে পুলিশ ৮-৩ গোলে বাংলাদেশ জেলকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
একই ভেন্যুতে নারী বিভাগের ফাইনালে পুলিশের মেয়েরা ৫-২ গোলে ফিরোজ স্মৃতি সংসদ ডিউবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দুই বিভাগে তৃতীয় স্থান পেয়েছে নসরুল হামিদ স্পোর্টস একাডেমী। উভয় বিভাগের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয়স্থান অর্জনকারী দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ন দলের সবাইকে ওয়ালটন গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম সহিদুজ্জামান।