আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলারবিভিন্ন বাজারে হাটে রাস্তার পাশেফুটপাতে সিএনজি গাড়িতে বিক্রি হচ্ছেব্যথা নাশক চায়না মলম। এ মলমের ক্রেতা হচ্ছেন গ্রাম অঞ্চলের সরল সহজ বয়োবৃদ্ধ যারা ব্যথারোগে আক্রান্ত বিভিন্ন জায়গা হতে ওষুধ সেবন করে ও ফল পাচ্ছেন না।হকারের শ্রুতি মধুর বক্তব্য শুনে সরল বিশ্বাসে ব্যথা নাশক ঔষধ ক্রয় করছেন।
৭০ বছর বয়স্ক আব্দুল আজিজ খান এ প্রতিনিধিকে জানান,
তিনি বিভিন্ন হাসপাতাল থেকে ওষুধ খেয়েও তার ব্যথা নিরাময় হয়নি।হকারের কথা তার মনে ধরেছে তাই তিনি দুই শত টাকা দিয়ে একটি মলম ক্রয় করেছেন।
হকার বাবুল এ প্রতিনিধি কে জানান,ঢাকা কেরানীগঞ্জে তার আড়ত রয়েছে। তিনি টঙ্গী কারখানা হতে এ মলম সংগ্রহ করেছেন।দেশেবিভিন্ন প্রান্তে এ মলম বিক্রি করে থাকেন।
রোগীরা মলম ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন। সারাদেশে ঘুরে ঘুরে এ মলম বিক্রি করছেন।
তার সাথে যোগাযোগের ঠিকানা টেলিফোন নাম্বার চাইলে তিনি বলেন ১৫ দিন পরপরই আমি রাস্তায় আসি।
পল্লী চিকিৎসক ডাক্তার আসলাম জানান এ মলমে কতটুকু গুণ রয়েছে তা মন্তব্যে নিষ্প্রয়োজন।রোগীদের উচিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও ঔষধ সেবন করা।