আব্দুল মান্নান সিদ্দিকীঃ
৬ জানুয়ারি ২০২৩-২০২৪ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা হলেন মোঃ আনোয়ার (সভাপতি) দৈনিক কালের ছবি, আল -আমিন শেখ (সিনিয়র সহ-সভাপতি) দৈনিক আমার বার্তা, হামিদুল ইসলাম স্বপন (সহ-সভাপতি) দৈনিক সময়ের আলো, মোঃ মোফাজ্জল (সাধারণ সম্পাদক)দৈনিক নতুন দিন, শেখ আছলাম(যুগ্ম-সাধারণ সম্পাদক) দৈনিক ভোরের দর্পণ, মোঃ জাকির লস্কর(সাংগঠনিক সম্পাদক) দৈনিক সংবাদ সারাবেলা, ফরহাদ হোসেন জনি অর্থ- বিষয়ক সম্পাদক (দৈনিক বাংলাদেশ কন্ঠ), তারিকুল ইসলাম(প্রচার সম্পাদক) টিভি দেশ আমার, মোস্তাকিম আহমেদ আলিফ ( দপ্তর সম্পাদক) দৈনিক আজকের সংবাদ, মোজাম্মেল হোসেন পলাশ(আইন- বিষয়ক সম্পাদক) আজকের বসুন্ধরা, আমিনুল ইসলাম (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) দৈনিক অপরাধ কন্ঠ, আব্দুল মান্নান সিদ্দিকী (কার্যকরী সদস্য) দৈনিক চাঁদপুর কন্ঠ ও নবধারা নিউজ টোয়েন্টিফোর ডটকম।