আব্দুল মান্নান সিদ্দিকীঃ
শ্রীনগরে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে । ২২ মে সকাল ১০ ঘটিকায় উপজেলার খাদ্য গুদামের আঙ্গিনায় ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা সান্তনা রানী ,উপজেলা মৎস্য কর্মকর্তা সমির কুমার বাসাক , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল ফারুক ,খাদ্য কর্মকর্তা লিপিকা রানী মজুমদার প্রমুখ।
এ বছর শ্রীনগর উপজেলায় কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১৩ শত১৮ টন ধান ও৪০টাকা কেজি দরেঅনুমোদিত মিলারদের কাছ হতে ১৩ শত২ টনচাল ক্রয় করারবরাদ্দ রয়েছে ।