আব্দুল মান্নান সিদ্দিকীঃ
শ্রীনগর চক বাজারে চড়া মূল্যে শ্রমিকের হাটে ধানের জমির মালিক হতাশ।। ১৫ মে ভোর ছয়টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চকবাজারে শত শত শ্রমিকের আগমনে মুখরিত হয়ে উঠে ব্রিজ সংলগ্ন এলাকা। বোরো ধানের জমির মালিক ও শ্রমিক সংগ্রহের ছুটে আসেন এ ব্রিজে।
বৈরী আবহাওয়ার কারণে জমির মালিকরা ধানক্ষেত হতে ধান এখনো ঘরে তুলতে পারেননি। বৈরী আবহাওয়ার কারণে শ্রমিক সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। বেশিরভাগ ধান শ্রমিকই উত্তর বঙ্গের। আবহাওয়া অনুকূলে থাকায় তারা ফিরে এসেছেন। শত শত শ্রমিকের দেখা মিলেও তারা প্রতিদিন উচ্চমূল্য ১৪শত হতে ১৫ শত টাকাসহ তিন বেলার খাবার ও বাসস্থানের দাবি করে আসছেন।
একদিকে বৈরি আবহাওয়ায় ধানের ব্যাপক ক্ষতি অপরদিকে উচ্চমূল্যে শ্রমিক সংগ্রহ করা ধানের মূল্য প্রতিমণ মাত্র আটশত টাকা। এত কম দামে ধান বিক্রয় করে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন কৃষকরা। কি ভাবে এ ক্ষতি কাটিয়ে উঠবেন তা নিয়ে জমির মালিক হতাশ।