• বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জের শ্রীনগরে ফাতেহা ইয়াজদাহম অনুষ্ঠিত

Lovelu / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

প্রতি বছরের ন্যায় এবার ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাগড়া গ্রামের মরহুম ইমান আলী মুন্সি সাহেবের বাস ভবনে
১৫ অক্টোবর বাদ যোহর মোঃ মহি উদ্দিনের আয়োজনে
মোঃ আলম সিদ্দিকী সঞ্চালনায় দোয়া মাহফিল,ফাতেহা পাঠ,হালকায়ে জিকির,ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলটি পরিচালনা করেন বাগড়া তালুকদার বাড়ী জমে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু সাঈদ ।

এ সময় উপস্থিত ছিলেন খান বাড়ি মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা বেলাল হোসেন ,বাগড়া তালুকদার বাড়ি জামে মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল আজিজ ব্যাপারে ,মধ্য বাগড়া আল্ হেরা মাদ্রাসার শিক্ষকহাফেজ মাওলানা আলী হায়দার ,সামিউল ইসলাম খান গগন , আব্দুল জলিল ,মোহাম্মদ খাইরুল ইসলাম ,হাবিবুর রহমান বেপারী ,এনায়েত তালুকদার ,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ধর্মপ্রাণ মুসল্লী ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,শতাধিক বছর পূর্বে মরহুম ইমান আলী মুন্সী সাহেব ভারতে আসামে ব্যবসা রত অবস্থায় আজমীর শরীফে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর তরিকার বায়াত গ্রহণ করেন।এরপর তিনি নিজ দেশ বাংলাদেশে চলে আসার পর হতে প্রতিবছর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহুতানহুর ওফাত দিবসে ফাতেহা ইয়াজদাহাম পালন করে আসছিলেন ।তার ওফাতের পর
তার ছেলে আবু বকর সিদ্দিক অনুরূপ অনুষ্ঠান করেন ।
তার ওফাতের পর বর্তমানে তার ওয়ারিশগণ অনুষ্ঠানটি পরিচালনা করছেন।

উক্ত ফাতেহা ইয়াজদাহাম অনুষ্ঠানটি পরিচালনায়
আর্থিকভাবে সহযোগিতা করেছেন।মরহুমা রুজি ভুইয়া,মরহুম ইদ্রিস আলী মোল্লা, মরহুমা শামসুন্নাহারের পরিবার
বর্গসহ ঢাকা, কামারগাও ,ভাগ্যকুল , মান্দ্রা, বাঘড়া , জাহানাবাদ, রুদ্রপাড়া গ্রামের এলাকার ভক্তবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category