স্টাফ রিপোর্টারঃ
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের যৌথ অভিযানে নারায়ণপুর ইউনিয়নে রাস্তার দুই পাশে উন্মুক্ত অবস্থায় বালু রেখে পরিবেশ দূষণ, নির্মাণ সামগ্রী অনাবৃতভাবে পরিবহন এবং বালু দিয়ে খাল ভরাট করায় ৭ বালু ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে ওই ৭ বালু ব্যবসায়ীকে মোট ৬৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নানসহ কর্মকর্তাবৃন্দ। অভিযানে মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যগণ সহযোগিতা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, পরিবেশ দূষণ রোধ এবং নদী রক্ষায় উপজেলা প্রশাসন কর্তৃক এমন অভিযান অব্যাহত থাকবে।