• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
Headline
মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলায় উৎসাহিত করতেনঃ  ড. জালাল উদ্দিন  বিপ্লবের চেতনা আজও গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎসঃ ড. জালাল উদ্দিন  নির্বাচনে জয়ের শক্তি হবে আমাদের ঐক্য এবং ব্যালটঃ ড. মুহাম্মদ জালাল উদ্দিন  ড. জালাল উদ্দিনের আল্লাহর প্রতি শুকরিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা  চাঁদপুর-০২ আসনের বিএনপির প্রার্থী  ড. জালাল উদ্দিন বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপি জনগণের দল, এখন পরিবর্তনের সময় এসেছেঃ তানভীর হুদা গ্রামে গঞ্জে ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে — বাফুফের সভাপতি তাবিথ আউয়াল কিশোর অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়তে পুলিশ বদ্ধপরিকর –এসপি মোহাম্মদ জসীম উদ্দীন  বিরামপুরে এবি পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় উৎসব

Lovelu / ২৬০ Time View
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

প্রেস রিলিজঃ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বিজয় উৎসব-২০২২’।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ২০২২ খ্রি.) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার), এসোসিয়েশনের সদস্য ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগে বাঙালি পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের ‘রোল মডেল’। আমরা এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে আমরা এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন করেছি। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত করবো।

আইজিপি বলেন, আমরা লক্ষ্য করছি, স্বাধীনতা বিরোধী শক্তি বিভিন্ন কৌশলে এ দেশকে আবারো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে। তিনি বলেন, আমরা এ বিজয় উৎসবের মাধ্যমে সবাইকে জানাতে চাই, এ দেশ আর পিছিয়ে যাবে না। এ দেশ বঙ্গবন্ধুর দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, আজকের বিজয় উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়ের আনন্দ উদযাপন করা। এ আয়োজনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এ উৎসবে যারা পারফর্ম করবেন তারা সবাই পুলিশ সদস্য।

তিনি বলেন, বিজয়ের কথা বলতে গেলে ঘুরেফিরে বার বার মুক্তিযুদ্ধের কথা আসে। বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ ইতিহাসই আসলে মুক্তিযুদ্ধ। আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের কথা বেশি বেশি স্মরণ করবো। কারণ এ মুক্তিযুদ্ধ বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category