আবদুস সালামঃ
ফরিদগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্দেগে ইসলামপুর যুব স্পোর্টস নামে একটি সামাজিক সংগঠনের আত্বপ্রকাশ হয়েছে এ সংগঠনের উদ্দেশ্য বেকার যুবকদের বিপথে যাওয়া রোধ করতে সামাজিক কাজে যুক্ত রাখা এ ছাড়াও শরির মন ভাল রাখার জন্য খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তোলা।
এ লক্ষে ইসলামপুর যুব স্পোর্টস ক্লাব নামে একটি সামাজিক সংগঠনের নিবন্ধন সম্পূর্ণ হওয়ায় সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (১১ মে) চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় থেকে ইসলামপুর যুব স্পোর্টস ক্লাবের এর প্রতিষ্ঠাতা পরিচালক ব্যাংকার ফখরুল ইসলামের হাতে চাঁদপুর জেলা যুব উন্নয়নের উপ পরিচালক জনাব নুরুল আমিন এ সনদ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর পরিচালক ইব্রাহিম মিয়া। ইসলামপুর যুব স্পোর্টস এর সভাপতি ব্যাংকার ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক মাজদুল আমিন বাবু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান রুবেল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ও সেভ দা ফিউচার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম সহ চাঁদপুর জেলার সকল উপজেলার পরিচালক গন উপস্থিত ছিলেন।
সুত্রে মতে জানা যায় গত পাচ বছরে মধ্যে ইসলাম পুর যুব স্পোর্টস ফরিদগঞ্জ উপজেলার সামাজিক কার্যক্রম ও যুবকদের ফ্রি ফায়ারের গেম থেকে খেলাধুলায় মনোনিবেশ করানোর মাধ্যমে সমাজে বিশৃংখল দূর করার লক্ষে ইসলামপুর যুব স্পোর্টস ক্লাব রেজিষ্ট্রেশন ও সনদ গ্রহন করে।
এ ব্যাপারে ইসলাম পুর যুব স্পোর্টস এর সভাপতি ব্যাংকার ফখরুল ইসলাম বলেন, অনেক সমস্যা ডিঙিয়ে যুবকদের ক্রীড়া মুখি ও মাদক মুক্ত রাখতে সামাজিক কার্যক্রমের মাধ্যমে ইসলামপুর যুব স্পোর্টস কাজ করে যাচ্ছে। বিক্ষিপ্ত ভাবে খেলাধুলা, এ সংগঠনের মাধ্যমে যুবকদের উন্নয়ন তথা সমাজে উন্নয়নে সামাজিক কার্যক্রম হাতে নেয়। বিশেষ করে সেলাই প্রশিক্ষন,টিকা দেওয়া,বৃক্ষ রোপন, মেডিকেল ক্যাম্প,স্বেচ্ছাশ্রম, মাধক বিরোধী সমাবেশ, তা চাড়া সমাজে সম্প্রতি বজায় রাখার জন্য কাউন্সিলিং করে যাচ্ছি, ভবিষ্যতে এর কার্যক্রম আর বেশী এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।