গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ১১ জুন রোজ শনিবার সকাল ১০ টায় ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শাহাদাৎ হোসেন মারুফ চৌধুরীর সভাপতিত্ত্বে, প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ও বাংলাদেশ বলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য জহিরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। এবং তিনি আগামী দিন গুলোতে ও ব্যাপক উন্নয়ন করবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের তিন তিন বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন মাষ্টার, মতলব ডিগ্রি কলেজর সহকারী অধ্যাপক ও জাতীয় দৈনিক প্রথম আলোর মতলব প্রতিনিধি মু. জাকির হোসেন, ঢাকা রামপুর থানা যুবলীগের সভাপতি ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক বায়োজিত উল্লাস, ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজ্জব আলী, ব্যাংক কর্মকর্তা মোঃ জসিমউদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী ও ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন ঢালী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ডাঃ জাফর আহম্মেদ, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য কবির হোসেন মজুমদার, নজরুল ইসলাম সরদার,ইউপি সদস্য সাংবাদিক গোলাম নবী খোকন, ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, ইউপি সদস্য মহর আলী জনি, মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর ছাত্রী জান্নাত,পরীক্ষার্থী ফাহিমা আক্তার মীম,শিক্ষার্থী তাহমিনা আক্তার, সহকারী প্রধান শিক্ষক শাহআলম ও পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা মোঃ জসিমউদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম রানা চৌধুরী, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি দেওয়ান আইয়ুব আলী, ইউপি সচিব দেওয়ান আব্দুল ওহাব, সাংবাদিক আতিকুর রহমান দুলাল, সাওলীন, সাবেক মেম্বার মোঃ আলমগীর হোসেন সহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ।