নবধারা স্পোর্টসঃ
মিয়ামিতে ২৩ সেপ্টেম্বর হন্ডুরাস ও ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এ দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।
ম্যাচ দুটির জন্য কাল লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াকে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। এর আগে সেপ্টেম্বরের শুরুতে ৩২ জনের স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সেখান থেকে বাদ পড়া চারজন হলেন—গোলকিপার হুয়ান মুসো, সেন্টারব্যাক লুকাস মার্তিনেজ, মিডফিল্ডার এজেকুয়েল প্যালাসিওস ও ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।
যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) খেলা আটলান্টা ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদা এর আগে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন আর্জেন্টিনা দলে। তাঁকে রাখা হয়েছে ২৮ জনের স্কোয়াডে। গত ফেব্রুয়ারিতে আটলান্টার হয়ে অভিষেকের পর এমএলএসে এখন পর্যন্ত ৬ গোল করার পাশাপাশি ১১টি গোল বানিয়েছেন আলমাদা।
প্রস্তুতি ম্যাচগুলোয় ভালো খেলে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চান ২১ বছর বয়সী এ ফুটবলার, ‘জাতীয় দলে সুযোগ পাওয়া সব খেলোয়াড়েরই স্বপ্ন। পেশাদার খেলোয়াড় হওয়ার পর এই স্বপ্নই লালন করেছি।’