ম.ব.হোসাইন নাঈমঃ
প্রবাসীদের নিয়ে কাজ করা নোয়াখালীর চাটখিল উপজেলা ব্রাক মাইগ্রেশন ফোরামের বিশেষ সভা রোববার (১৮ সেপ্টেম্বর) সোনাইমুড়ীর জয়াগের গান্ধী আশ্রম ট্রাস্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের চাটখিল উপজেলা সভাপতি ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন এর সভাপতিত্বে দিনব্যাপী এই সভায় প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুইয়া।
বিশেষ অতিথি ছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচালক রাহা নব কুমার, জেলা কো-অর্ডিনেটর ইমাম উদ্দিনের সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন সেক্টর স্পেশালিষ্ট কাউন্সিলিং কর্মকর্তা ফারজানা ফরায়জী, মাইগ্রেশন প্রোগ্রামের সহ-সভাপতি সাংবাদিক মোঃ বেল্লাল হোসাইন নাঈম , সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন সোহেল, চাটখিল উপজেলা কো-অর্ডিনেটর ইমরান হোসেন ও সোনাইমুড়ী উপজেলা কো-অর্ডিনেটর ইসমাইল হোসেন রনি, বেগমগঞ্জ উপজেলা উপজেলা কো-অর্ডিনেটর তানজিনা আকতার, আজিম উদ্দিন, আব্দুল ওয়াদুদ, এমআর ফারুক প্রমুখ।
সভার শেষে অতিথিরা প্রবাস ফেরত ক্ষতিগ্রস্থ দু’জনকে ব্রাকের দেয়া পুনঃ বাসনের জন্য অর্থের চেক আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।