স্টাফ রিপোর্টারঃ
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে নিউ মডার্ণ ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
৪ আগস্ট( বৃহস্পতিবার) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেন- উন্নত চিকিৎসা সেবা আমাদের কাম্য।সঠিক এবং নির্ভুল সেবা দিলে ডায়াগস্টিক সেন্টার সফল বয়ে আনবে।
ডায়াগনস্টিক সেন্টারটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ঢাকাস্থ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ এমএ তাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণপুর বাজার বণিক ও জনক্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জমির হোসেন পাটওয়ারী।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে ফিতা কেটে সেন্টারটির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও ডাক্তার এমএ তাহের, রীপন মীরসহ অতিথিবৃন্দ।