শহিদুল ইসলাম খোকন :
মতলব উত্তর উপজেলার দূর্গাপুর জনকল্যান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন সম্পন্য হয়েছে। ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে ৪ পদে অংশগ্রহন করেন ৫ জন। মো. বাদল ব্যালট নং (৩) ২৭২ ভোট পেয়ে ১ম স্থান, সাগর ব্যালট নং ৪) ২৫৯ ভোট পেয়ে ২য় স্থান, কামাল মোল্লা ব্যালট নং (২) ২৫৪ ভোট পেয়ে ৩য় স্থান ও আবুল কালাম আজাদ ব্যালট নং (১) ২১৫ ভোট পেয়ে ৪র্থ স্থান পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী হান্নান প্রধান ব্যালট নং (৫) পেয়েছে ১০৮ ভোট।
মোট ভোটার সংখ্যা ৬৯৮।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম জানান, সকাল ১০ টা থেকেই বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান ও অনুপম মল্লিক এবং পদাধিকার বলে সদসয় সচিব বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর হয়েছে।
উল্লেখ্য, তফসিল ঘোষণা ২৮ ফেব্রুয়ারী, মনোনয়ন পত্র বিতরন ২রা মার্চ, জমা দেওয়ার শেষ তারিখ ৭ মার্চ। যাচাই বাছাই ৮ মার্চ প্রত্যাহরের শেষ তারিখ ১২ মার্চ।
এসময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আওয়মীলীগ নেতা খন্দকার মানিক, সমাজ সেবক সাইফুল ইসলাম খোকন, সৈয়দ গোলাম রাব্বানী মামুন, খোরশেদ আলম, ইউপি সদস্য মানিক মিয়াজী, যুবলীগ নেতা ডালিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।