• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
জেলায় টানা চারবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সালেহ আহমেদ শাপলা কাব অ্যাওয়ার্ড পেল সাংবাদিক কন্যা আফিফা আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে: তানভীর হুদা  আশার আলো অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত শ্রীনগরে  ইসকন নিষিদ্ধ ও সাইফুলের হত্যাকারীর ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না- ডাঃ জাহিদ  সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা বিরামপুর হানাদার মুক্ত দিবস অনুষ্ঠিত বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেঃ জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসে ছেংগারচর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল 

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় পাঠ্যপুস্তক উৎসব-২০২৩ পালিত

তোমরাই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগরঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

Lovelu / ১২০ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তোদেরকেই গড়তে হবে বাংলাদেশ। সারাদেশে আজ বই উৎসব পালিত হচ্ছে। পৃথিবীতে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যেখানে বছরের প্রথম দিন একটি বই উৎসব হয়। যেখানে আমাদের কোটি কোটি শিক্ষার্থী বই উৎসবে অংশগ্রহন করে। বাংলাদেশ আজকে শিক্ষায়, যোগাযোগে, কৃষিতে, শিল্প উৎপাদন সহ এমন কোন ক্ষেত্র নেই যেখানে দ্রুত উন্নয়ন হচ্ছে না। এসব উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বছরের প্রথম দিনে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে নতুন বইয়ের আমেজ ছড়িয়ে দিতে গাজীপুরের কাপাসিয়ায় উৎসবমূখর পরিবেশে রোববার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব-২০২৩ পালিত হয়েছে। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন। এবছর বই উৎসবে সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮৩৩টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে।

কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রোববার সকাল সাড়ে ১০ টায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ ওমর ফারুক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর জেলা পরিষদ চেয়ারমান মোঃ মোতাহার হোসেন মোল্লা, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম সেবা, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান প্রমূখ।

গাজীপুর জেলায় প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ১২ হাজার ৩৫১ জন শিক্ষার্থীদের হাতে মোট ২৫ লাখ ৪০ হাজার ২৩৪টি পাঠ্যপুস্তক, মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন শিক্ষার্থীদের হাতে মোট ৮৭ লাখ ৭৬ হাজার ৬৮৯টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

২০১০ সাল থেকে বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ী স্তরের জন্য যথাযথ মান সংরক্ষণের মাধ্যমে এই বইগুলো মুদ্রণ করেছে বলে সূত্র জানান।

জাতীয় পর্যায়ের পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনকে বর্ণিল সাজে সাজানো হয়েছিল। সকাল ১০টার আগেই ‘পাঠ্যপুস্তক উৎসব’ লেখা লাল ক্যাপ পরিহিত শিক্ষার্থীরা বিশাল প্যান্ডেলে অবস্থান নেন। শিক্ষা মন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিক ভাবে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন সিদ্দিকা, হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের মিথিলা, কাপাসিয়া সিনিয়র আলিম মাদরাসার শিক্ষার্থী সুমাইয়া, কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নিহাদ হোসেন মাহিদ ও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরের শিক্ষার্থী নাদিরা জান্নাতের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন। পরে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category