আব্দুল মান্নান সিদ্দিকীঃ
ঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনা যাত্রীদের যেন নিত্য সঙ্গী। ২ নভেম্বর সকাল ৮ টায়মুন্সীগঞ্জজেলার শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে কাদিরের দোকান নামক স্থানে, নগর পরিবহন বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দু জনযাত্রী আহত হনএবং অটো রিক্সার সামনের কাঁচ ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
ঘটনা বিবরণের জানা যায়,নগর পরিবহনের গাড়িটি দোহার হতে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে,যাত্রীবাহী বাসটি ধীর গতিতে চলছিল।দোহার মেঘলা বাজার হতে আগত অটোরিকশাচালক আব্দুল ওহাব, দুজন যাত্রী নিয়েঘটনাস্থানে পৌঁছে,পিছন হতে নগর পরিবহনবাস টিকে সজোড়ে আঘাত করলে,আটো রিক্সারটির সমনের অংশের কাচ ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
অটো রিক্সার যাত্রী বিল্লাল হোসেন ও তার স্ত্রী সামান্য আঘাত পান।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, অটো রিক্সা চালকের বেপরোয়াভাবে অটোরিকশাটি চালানোর ফলে এদুর্ঘটনাটি ঘটে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,বেপরোয়া ভাবে গাড়ি চালকগণ গাড়ি চালানোর ফলে প্রায় প্রতিদিনই এ রাস্তাটিতেসড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। একজন প্রত্যক্ষদর্শীদের মন্তব্য এই রাস্তা দুর্ঘটনা যেন এখন যাত্রীদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।