কামরুজ্জামান হারুনঃ
আমরা ৯৩ মতলব উত্তর ( এসএসসি ব্যাচ ৯৩ ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ১৬ সেপ্টেম্বর শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলরুমে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এইচ.এম জাকির ভিক্টোরী জরুরী কাজে দেশের বাহিরে থাকায় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলা উদ্দিন সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সংগঠনের সহঃ সভাপতি প্রফেসর আহসান সরকার এবং মহিলা সম্পাদিকা হাজেরা আক্তার সাথীর যৌথ সঞ্চালনায়
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সাইফুল ইসলাম এবং গীতা পাঠ করেন শ্যামল কুমার বাড়ৈ।
উপস্থিত সকল বন্ধুরা জাতীয় সংগীত পরিবেশন করে।পরে প্রায়াত ৯৩ বন্ধুদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপস্থিত বন্ধুদের পরিচয়পর্বের পর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ছায়েদুল হক সিকদার মুকুল বলেছেন, ‘মতলব উত্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৯৩ সালের এসএসসি ব্যাচ-এর সকল বন্ধুদের সমন্বয়ে প্রতিষ্ঠিত আমরা ‘৯৩ মতলব উত্তর। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অস্বচ্ছল বন্ধুদের সহযোগীতা , তাদের ছেলে মেয়েদের পড়ালেখার খরচ বহন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যানে কাজ করে আসছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি জাকিরুল হক,সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ মাসুদ আলম, এডঃ জসিম উদ্দিন, সহঃ এটর্নি জেনারেল ডঃ নুরুননাহার নুপুর, সেলিনা কবির, মোবাশ্বের আক্তার, শ্যামল কুমার বাড়ৈ, কবির হোসেন, সরদার জনি, সোহরাব হোসেন, আলম সরকার, বাদশা হাওলাদার প্রমুখ।
বক্তারা অসহায় বন্ধুদের কল্যান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা এবং সংগঠনকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন। দুপুরে নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর ৯৩ ব্যাচেরই শিল্পীদের অংশগ্রহণে মনোঞ্জ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
গান, কবিতা, কৌতুক, নৃত্য, বাঁশির সুর সবকিছু মিলিয়ে এক অণ্যরকম পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষের দিকে সকল বন্ধুদের মধ্যে ক্রেস্ট এবং ৯৩ ব্যাচের লোগো সম্বলিত মগ উপহার দেওয়া হয়। সবশেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।