গোলাম নবী খোকনঃ
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এনায়েত নগর গ্রামের মরহুম আঃ মজিদ সরকারের স্ত্রী ও সাংবাদিক ফয়জুননুর আখন রাসেলের নানী রেজিয়া খাতুন (১০৪) গত কাল ৫ মে দিবাগত-রাত আনুমানিক ২ টায় তার নীজ বাসায় ইন্তেকাল করেন। ইন্ন,,রাজেউন। মৃত্যু কালে তিনি ৩ মেয়ে সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আজ ৬ মে সকাল ১১ টায় জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে এনায়েত নগর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় অংশ গ্রহণ কারী সকলে মহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা পরিচালনা করেন এনায়েত নগর সরকার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জুনায়েদ।