মোঃ নজরুল ইসলাম(এরশাদ),নোয়াখালীঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়ন আওয়ামীলীগেরত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০অক্টোবর) সকাল ১০টার সময় জয়াগ কলেজের মাঠে ছালেহ আহাম্মদ বাবুল এর সভাপতিত্বে শওকত আকবার পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু।
আরো বক্তব্য রাখেন সাবেক জেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কিং মোজাম্মেল, উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ হানিফ প্রমুখ। অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷
এমপি ইব্রাহিম বলেন ২০০৯ সালের জাতীয় নির্বাচনে এই জয়াগ বাসি আমাকে নির্বাচিত করেছেন তাই আমি জয়াগ বাসির কাছে কৃতজ্ঞ৷ যদিও সে নির্বাচনে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়নি।
সম্মেলনে বক্তারা বলেন তৃণমূল নেতা কর্মিদের একটি কথা বলতে চাই আগামি নির্বাচনে প্রধানমন্ত্রীর শেখ হাতকে শক্তিশালি করতে হলে প্রধানমন্ত্রী নোয়াখালী ০১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে যাকে মনোয়ন দিবেন আমরা তাকে নির্বাচিত করতে মিলেমিশে কাজ করবো।বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ কোন অপশক্তির কাছে মাথা নত করেনা এবং করবেনা।উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।জেলা ও উপজেলার নেতৃবৃন্দ কাউন্সিলরদের প্রতি অনুরোধ করে বলেন, আপনারা সভাপতি ও সাধারণ সম্পাদক এমন কাউকে নির্বাচিত করবেন না, আপনাদের প্রয়োজনে যাদেরকে দূরবীন দিও খুঁজে পাওয়া যাবেনা!
সভায় শেষে কাউন্সিলরদের ভোটে আগামী ৩ বছরের জন্য আনোয়ারুল ইসলাম ( পাখি) সভাপতি ও মোঃ শওকত আকবার পলাশ চেয়ারম্যান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।