শহিদুল ইসলাম খোকনঃ
মানবতার হাত বাড়িয়ে যাক, সমাজ বিনির্মাণে কাজ করি মনে প্রানে’ এই স্লোগানকে সামনে রেখে মতলব উত্তরের সারা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সিলেট বন্যার্তদের পাশে দাড়িয়েছে।
সংগঠন এর একঝাঁক তরুণ সমাজকর্মী পরিচালনা করে আসছে ও রাইসা আক্তার সারা পরিবার আত্মীয় স্বজন পরিচিত কিছু শুভাকাঙ্ক্ষী।
গত কয়েক দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সারা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। ছাতক, সুনামগঞ্জ, জৈন্তাপুর ৫০০ পরিবারের জন্য একবেলা রান্না করা খাবার ও ২০০ পরিবারের জন্য শুকনা খাবার সামগ্রী বিতরণ করে আসছে।
এছাড়াও চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, বিশুদ্ধ পানি এবং বাচ্চাদের জন্য দুধ,ফিটার,কাপড় মেডিসিন এবং ডাঃ এর টেলিমেডির্সিনসেবা প্রদান করা হয়েছে।
সারা ফাউন্ডেশনের পক্ষে থেকে সিলেট বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কাজে যারা সহযোগিতা করেেেছ তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল। পাশাপাশি এই প্রতিষ্ঠানটি যাতে মানবতার হাত বাড়িয়ে আরো সাহায্য ও সহযোগিতা করতে পারে সেজনয় সকলের কাছে দোয়া চেয়েছেন।