আব্দুল মান্নান সিদ্দিকীঃ
ঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনায়সবজি বিক্রেতা কালাচানআহত আর্থিক সাহায্য প্রয়োজন শিরোনামে নবধারা নিউজ ২৪ ডটকমে সংবাদ প্রকাশ হওয়ার পর আর্থিক সহযোগিতায় এগিয়ে এলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহানাবাদ কাদিরের দোকান নামক স্থানের দোকানদার আব্দুল আজিজ খান। তার উদ্যোগে উক্ত এলাকার ব্যবসায়ীরা যার যতটুকু সমর্থন আছে তা দিয়ে তারা আর্থিক সহযোগীতা করলেন কালাচানকে।
৩রা নভেম্বর বিকেল পাঁচটায় আব্দুল আজিজ খান এ সংবাদদাতাকে সঙ্গে নিয়ে কালাচানের বাড়িতে যান। কালাচাঁনের শারীরিক খোঁজ খবর নেন এবং কালাচানের হাতেদোকানদারদের সহযোগিতার টাকা প্রদান করেন।
এছাড়া মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামগণ কালাচানকে আর্থিকভাবে সহযোগীতায়এগিয়ে আসার অনুরোধ করেন বিত্তবান সহ সমাজের সর্বস্তরের মানুষেকে।