আব্দুল মান্নান সিদ্দিকীঃ
১৮ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার বাঘড়া তালুকদার বাড়ি বাইতুল হামদ জামে মসজিদে এলাকার যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন,হযরত মাওলানা জুনায়েদ বিন হাতিম সাহেব, মুহাতামিম বাঘরা দারুন উলুম ইসলামিয়া মাদ্রাসা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হযরত মাওলানা তোফায়েল আহমেদ বৈলরী,খতিব বায়তুলআমান কেন্দ্রীয় জামে মসজিদ,কুড়াইল, বনানী, ঢাকা।
বিশেষ অথিতি হযরত মাওলানা বিন ইয়ামিন সাদী,খতিব, এয়ারপোর্ট জামে মসজিদ ঢাকা।
বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আবু সাঈদ। ইমাম ও খতিব। বাগড়া তালুকদার বাড়িবাইতুল হামদ জামে মসজিদ।
সঞ্চালনের দায়িত্ব পালন করেন মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম।
ওয়াজের পূর্বে বিভিন্ন মাদ্রাসা ও মক্তবের ছাত্র হামদ,নাত ও পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন।
আখেরি মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লির মাঝে তবারক বিতরণ করা হয়।