আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের বাজার গুলোতে প্রচুর পরিমাণ শীতকালীন সবজিতে ভরে গেছে।
বাজারগুলোতে পাওয়া যাচ্ছে লাউ, শিম, বরবটি,লাল শাক, পালং শাক, মুলাশাক,মুলা, নতুন আলু,কাঁচকলা,কাঁচা কুমড়া,বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া পাতা , কচু ও কচু শাক, ওস্তা,করল্লা, সহ বিভিন্ন প্রকার সবজি।
দামও নাগালের মধ্যে হওয়াতে সবজির বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে।