আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলারকৃষকরা উৎসবমুখর পরিবেশে ধানের জমিতে ধানের চারা রোপণ করছেন।
আড়িয়াল বিলের জমিতে ধানের চারা রোপন করছিলেন কৃষক আব্দুল মতিন।তিনি এ প্রতিনিধিকে জানান,শৈতপ্রবাহ ও কুয়াশা কেটে যাওয়ার ফলে আড়িয়ল বিলের কৃষকগণ ঘরে বসে নেই। সকল কৃষক বীজতলা হতে ধানের চারা সংগ্রহ করে ধানের জমিতে চারা রোপন করতে শুরু করেছেন।
আবহাওয়া অনুকূলে থাকলেএ রোপনকৃত ধান হতে আগামী বৈশাখী ফলন ঘরে তুলতে পারবেন বলে,তিনি আশাবাদী,পাশের জমিতে ধান রোপন করছিলেন রফিকুল তিনিওতার সাথে একমত পোষণ করেন।