আবদুল মান্নান সিদ্দিকীঃ
মঙ্গলবার শ্রীনগরের উপজেলার অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুর-আলম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজিব আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মামুন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল মাস্টার, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারি দপ্তরে কর্মকর্তাবৃন্দ