স্বপন কর্মকার মিঠুনঃ
শাহরাস্তি উপজেলার শ্রীশ্রী মেহার কালিবাড়ি হরিসভা অঙ্গনে রবিবার দিবাগত রাত ৯ টায় উপজেলার কেন্দ্রীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে আসেন এ. এস. পি ( কচুয়া-শাহরাস্তি) সার্কেল মোঃ আবুল কালাম চৌধুরী।
এ সময়ে সঙ্গে ছিলেন, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ আবাদুল মান্নান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদার, সেক্রেটারী অমৃত মজুমদার টুটন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সেক্রেটারী সুভাষ চন্দ্র মাধু, মেহার কালিবাড়ি কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ দে হারাধন, সেক্রেটারী শাওন মজুমদার, অর্থ সম্পাদক বিশ্বজিত দাস প্রমুখ।
এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী উপস্থিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আগত ভক্তদের সাথে কথা বলেন এবং পরিদর্শন বহিতে সন্তোষজনক মন্তব্য প্রকাশ করেন। তিনি দায়িত্বরত পুলিশ ও আনসারদের সচেষ্ট থাকার পরামর্শ দেন।