মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপগঞ্জ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি বিদ্যালয় মাঠে আয়োজিত পুরষ্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব কে.এম রহমতউল্লাহ।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকউদ্দিন আহমদ, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ উম্মে শাহেরা, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মশিউর রহমান তারেক, আব্দুল আজিজ, ওবায়দুল মজিদ জুয়েল, প্রধান শিক্ষক গোলাম আহসান হাবীব, আব্দুল মতিন মিঞা, নজরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুর রফিক, শিক্ষিকা জিনিয়া সুলতানা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন প্রমুখ।
পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।