মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):
গাইবান্ধা -৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আসন্ন উপ- নির্বাচনে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি’র কন্যা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফারজানা রাব্বী বুবলীকে নিয়ে বিভিন্ন হাট- বাজার, নৌ-বন্দর, চরাঞ্চলসহ চায়ের দোকানে জল্পনা- কল্পনা শুরু হয়েছে।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন জানান, এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ৭ বারের এমপি, ২ বারের ডেপুটি স্পিকার। তিনি একজন বিচক্ষণ সংসদ সদস্য ছিলেন। সাঘাটা- ফুলছড়িতে এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি’র শূন্য আসন পূরণে তাঁর কন্যা ফারজানা রাব্বী বুবলীকেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার আকুল আবেদন ও জোর দাবী জানাচ্ছি।
ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হাবিবুর রহমান বলেন, বুবলী আপা আমাদের ফুলছড়ির গর্ব, উত্তরবঙ্গের কৃতি সন্তান বিচারপতি খুরশিদ আলম সরকার খুশি সাহেবের সহধর্মিণী এবং মহান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ৭ বারের এমপি মরহুম এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা। তাই বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আমরা বুবলীকে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্নর শেখ হাসিনার কাছে জোরালো দাবী জানাই।
এদিকে চরাঞ্চলের সাধারণ জনগণ বলেন, হামার ভেলু মিয়া বন্যার সময় হামাগড়ে এলাকাত বন্যার পানিত যখন হামাগড়ে ফসলসহ ঘর-বাড়ীর ক্ষতি হয় ও ঘর বাড়ি ছাড়ি অন্য জায়গাত গিয়ে আশ্রয় নিয়া চরম কষ্টত জীবন যাপন করি তখন প্রত্যেক বারে বন্যার সময় ভেলু মিয়া হামাগড়ে বাড়ী বাড়ী গিয়া খোঁজ- খবর নিয়া হামাগড়েক টেকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করতো। হামাগড়েক সান্ত্বনা দিতো। এমন একটি ভালো মানুষের মেয়েক হামরা এক যোগে সগলাই ভোট দেমো।