স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের নতুন বাজারে এ ফ্রী মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব ও উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু ও পরিচালনা করেন যুগ্ম আহবায়ক সোহেল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গনি তফাদার, সাবেক সভাপতি আকতার মুন্সি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদ জামান টিপু, আবদুল মান্নান সাগর, শরীফ আহাম্মদ লিটন, মামুন সরকার, মুরাদ হোসেন, আব্দুল আজিজ ইমন, সদস্য ফয়েজ মেম্বার, মাসুদ আলম সাগর, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন, ফরাজি কান্দি ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল গাজী, বর্তমান আহব্বায়ক নাজমুল গাজী,সদস্য সচিব নূরে আলম অপু, সদস্য মো. বায়োজিদ, উপজেলা ছাত্র দলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি,সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছাতদল নেতা নাজমুল হোসেন জিশানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
অনুষ্ঠানে অসহায়, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত লোকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রধান করা হয়েছে।
স্বাস্থ্য সেবা প্রধান করেন ডা.সাঈদ মোহাম্মদ রিজভী, ডা.আকলিমা আক্তার এ্যানি ও জান্নাতুল ফেরদৌস লামিয়া।