শহিদুল ইসলাম খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলীতে সোলাইমান লেংটার মাজারে এসে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছে। ৩১ মার্চ ভোর রাতে এঘটনা ঘটেছে।
ঘটনা সূত্র জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ১ টার সময় অজ্ঞাত নামা এক বৃদ্ধা (৭০)পথচারীকে থাকা মেরে চলে যায়। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মতলব উত্তর থানায় এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশের মাথায় ও হাতে যখমের চিহ্ন পাওয়া গেছে এবং গাড়ির গ্লাস ভাঙ্গা রয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামাল বলেন, নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।