• সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন পূজামন্ডপ পরিদর্শন করলেন এ্যাড.অন্তরা সেলিমা হুদা শ্রীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত প্রাকৃতিক ও মানব সৃষ্টি দুর্যোগে সম্পদ নষ্ট ও জীবনহানির ঘটনা ঘটে…ইউএনও একি মিত্র চাকমা বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমরা কোন রকম ধর্মীয় গোঁড়ামি বরদাশ্ত করবো না… ড. মুহাম্মদ জালাল উদ্দীন দুইদিন পর ভেসে উঠল মেঘনা নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মুন্সিগঞ্জ শ্রীনগরে বৃদ্ধাকে কুপিয়ে যখম মতলব উত্তরে পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ডা. শামীম সরকার সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত : তানভীর হুদা

মতলব উত্তরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য রক্ত দিতে হয়েছে এমন কোন নজির নেই ……এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ১৯৫ Time View
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলু :
মতলব উত্তর উপজেলা বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় অমর ২১শে ফেব্রুয়ারিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নেয় উপজেলা প্রশাসন।

শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর নেতৃত্বে উপজেলা পরিষদ, ইউএনও গাজী শরিফুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশ, সাংবাদিকবৃন্দ, জাতীয় পার্টি ,উপজেলা যুবলীগ, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, ছেঙ্গারচর পৌর যুবলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ, ছেঙ্গারচর পৌরসভা, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা কৃষকলীগ, সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন। এছাড়াও মতলব উত্তর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহানের পরিচালনায় উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. আলহাজ্ব নূরুল আমিন রুহুল এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী গাজী প্রমূখ।

সভায় আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল বলেন ১৯৫২ সালে, সালাম, বরকত, জব্বরসহ অনেক বাঙালী রক্তে অর্জিত বাংলা ভাষায় রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করা ছিল বাঙালীর প্রথম রাজনৈতিক বিজয়, এ বিজয়ের আত্নবিশ্বাসী হয়ে বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ৫৪ নির্বাচন, ৫৮ আয়ুব বিরোধী আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ সালের ৬দফা, ৬৯ সালের ঘন অভূত্থান, ৭০ নির্বাচন এবং ৭১ মহান মুক্তিযুদ্ধে বিজয়।পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য রক্ত দিতে হয়েছে এমন কোন নজির নেই। একমাত্র বাঙালী জাতীকে রক্ত দিয়ে ভাষার অধিকার অর্জন করতে হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধীরা বার বার পাকিস্তানী ভাবধারায় এদেশে ধর্ম ভিত্তিক অরাজনীতি করে স্বাধীনতার মূলমন্ত্রে আঘাত আনার চেষ্টা করেছে। তাদের সকল ষড়যন্ত্র ছিন্ন করে বাঙালী জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধি প্রতি আস্থা রেখেছে। উন্নয়ন ও সমৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category