নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন শাখার উদ্যোগে (২৬ এপ্রিল) মঙ্গলবার বিকেলে গোয়াল ভাওর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের নির্দেশে ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আফম সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম হোসেন ।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফি উল্লাহ, সহ-সভাপতি নাসির উদ্দিন ঢালী,সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মৃধা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাফাজ্জল হোসেন প্রধান,ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম মুকুল,সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আসলাম খান, হোসাইন পলাশ,বিল্লাল হোসেন বাবু, মোঃ মহসিন মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক রুবেল খান, দফতর সম্পাদক শুক্কুর আলী,ক্রীড়া সম্পাদক নুরুল হক,সহ-ত্রান ও পুনর্বাসন সম্পাদক লিটন বকাউল,সহ-শিল্প বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মৃধা,সহ -শ্রম বিষয়ক সম্পাদক মোকশেদ আলী, সদস্য আশিক হোসেন কাজল, ওহাব আলী প্রধান প্রমুখ।