আল-আমিন ভূঁইয়াঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিউ হোস্টেল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭ বালক) উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
১৬ মে ( সোমবার)বিকেল সাড়ে ৩টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আফরোজ, উপজেলা সমবায় অফিসার মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলমসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।
এ খেলা নকআউট ও সেমিফাইনাল খেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা আগামী ২০ মে অনুষ্ঠিত হবে।