শহিদুল ইসলাম খোকন :
“একটুকরো হাসির খোঁজে মানুষ হোক মানুষের” এই শ্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ‘মতলবের মাটিও মানুষ’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২৩ এপ্রিল শনিবার গজরা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দুস্থ, অসহায় মানুষের কথা চিন্তা করে মতলবের মাটি ও মানুষ ফেসবুক গ্রুপের এডমিনদের সমন্বয়ে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেন।
‘মতলবের মাটি ও মানুষ’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের জন্য একটি প্যাকেটে সেমাই ২ প্যাকেট,চিনি ১ কেজি, সয়াবিন তৈল ১ কেজি, পোলাও চাউল ১ কেজি, নুডলস বড় প্যাকেট ১টা, ময়দা ১ কেজি, সাবু ২৫০ গ্রাম, ডানো দুধ ১০০ গ্রাম দিয়ে ভালেবাসা বিনিময়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ‘মতলবের মাটিও মানুষ’ ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মোঃ শামীম খান এর নির্দেশনা, মোঃ রাজিব প্রধান এর পরিচালনা, এডমিনদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গ্রুপের অন্যতম এডমিন, মোঃ রাজীব প্রধান, মোঃ মহসীন, মোঃ সিফাত।
এসময় আরো উপস্থিত ছিলেন- মোঃ আলমগীর,মোঃ সোহেল,মোঃরনি মিয়াজী, মোঃ সাদ্দাম, মোঃ আলম,মোঃ ডালিম,মোঃ শাকিল,মোঃ ফরহাদ, মোঃ সজিব, মোঃ ওহিদুল, মোঃজাফর,মোঃ পারভেজ,মোঃ মেহেদী,মোঃ ইমাম হাসান,সহ আরো অনেকে, গ্রুপের এডমিন, মডারেটর এবং সকল সদস্যবৃন্দ।