আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ থেকেঃ
মুন্সিগঞ্জ শ্রীনগর চক বাজার ব্রিজে কাজের সন্ধানে শ্রমজীবী মানুষ অপেক্ষার প্রহর গুনছেন। মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর চকবাজারে ৩১ অক্টোবর সকাল আটটায় একদল শ্রমজীবী মানুষ কাজ পাওয়ারও কাজে অংশগ্রহণ করার জন্য অপেক্ষায় ছিলেন।
এ সময় এ প্রতিনিধি তাদের সামনে পৌঁছালে তারা ছুটে আসেন এবং তারা জানতে চান কতজন শ্রমিক প্রয়োজন।শ্রমিক হিসেবে তারা কৃষিকাজ মাটিকাটা সহ ক্রয়কৃত মালিকদের চাহিদা অনুযায় সকল প্রকার কাজই করে থাকেন।
আবু কালাম কিশোরগঞ্জ , পঞ্চগড় হতেআব্দুল মতিন, শরীয়তপুর হতে কাজল ইসলাম ও ফজল ইসলাম এসেছেন।তারা জানান তাদের গ্রামের বাড়িতে কোন জায়গা জমি নেই, গ্রামগঞ্জে কাজকর্মওনেই তাই কাজের সন্ধানে এখানে এসেছেন। এখানে এসেও দেখেন এখানেও কাজ নেই। কাজের মানুষের চাহিদাও কম। খুব ভোরে এখানে এসেছিলেন কাজের সন্ধানে বেলা বেড়ে এখন সকাল আটটা হলেওকাজের সন্ধান মিলেনি।
আমিনুল ইসলাম জানান, মাঝে মাঝে কাজ পাই বাকি সময় কাজের অপেক্ষায় থাকতে হয়। ফয়জল জানান বর্তমান কাজের বাজার খুব খারাপ অবস্থায় চলছে। তিনি জানান একজন শ্রমিকের হাজিরা যেখানে ৮ শত হতে এক হাজার হওয়ার কথা, সেখানে৩০০ -৪০০ টাকা হাজিরায় ও কাজ পাচ্ছেন না। মাঝে মধ্যে যে কাজ পাচ্ছেন তা দিয়ে তাদের খাবার ও হাত খরচই চলছে না বাড়ি থেকে যা এনেছেন তা খরচ করে ফেলছেন।
মাহবুব জানান,এখানে এসেছিলাম কাজের সন্ধানে কাজ নেই। বাড়ি থেকে যে টাকা এনেছিলাম তাও প্রায় শেষ পর্যায়ে কিভাবে নিজে চলবো ও সংসার চলবে এ নিয়েতিনি হতাশ।