• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে অভিযানে ২শত কেজি জাটকা ইলিশ জব্দ মতলব উত্তরে কলস ভাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল  ফুলছড়িতে ইউপি চেয়ারম্যান দুর্নীতির ও অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৩ টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব একটি পরিবার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সকলকে ইবাদতের মাধ্যমে কাজ করতে হবেঃ ডা. আনিসুল আউয়াল স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চাই নাঃ অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন ও ইফতার বিতরণ মতলবে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক মতলব উত্তরে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যান সংস্থা  ইফতার 

বঙ্গমাতার আত্মত্যাগ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব নারীর জন্য দৃষ্টান্ত

Lovelu / ২৩২ Time View
Update : রবিবার, ৭ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মত্যাগ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব নারীর জন্য দৃষ্টান্ত  । রোববার (৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বঙ্গমাতার অবদান নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গমাতা যেভাবে সাহস জুগিয়েছেন তা সব নারীর জন্য অনুকরণীয়।

অনুষ্ঠানে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে গৌরবজনক ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জাতি গঠনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান ও জীবন দর্শন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি। সম্মেলনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খ্যাতিমান কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। ঢাবির সিনেট ভবনে আয়োজিত দুই দিনের এ সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বক্তা আলোচনা করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category