মাহবুব আলম লাভলুঃ
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ছেংগারচর ভূ-গর্ভস্থ্য পানি শোধানাগার পরির্দশন করেছেন। শনিবার বিকালে তিনি এ পরির্দশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার গাজী শরিফুল হাসান, এএসপি(মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান কামাল, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল।
পরির্দশনকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেংগারচর ভূ-গর্ভস্থ্য পানি শোধানাগারে বিভিন্ন প্লান ঘুরে দেখেন ও কর্মকান্ডের খোঁজ খবর নেন।
২০১৯ সালের নভেম্বরে ছেংগারচর পৌর সভায় ছেংগারচর ভূ-গর্ভস্থ্য পানি শোধানাগারটি স্থাপিত হয়। জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে। ছেংগারচর ভূ-গর্ভস্থ্য পানি শোধানাগারটির উৎপাদন ক্ষমতা ২৫০ ঘন মিটার/ঘন্টা।