আল-আমিন ভূঁইয়াঃ
মতলব দক্ষিণ উপজেলার খাঁদের গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত (নৌকা প্রতিক) চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন মীর এর নৌকা মার্কা সমর্থনে পথসভা অনুষ্ঠিত।
১৮ জুলাই সোমবার বিকাল ৫টায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. খোরশেদ আলম প্রধান এর সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শান্তোর সঞ্চালনায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মো. মিজানুর রহমান কালু ভূইয়া।
তিনি বক্তব্যে বলেন, প্রার্থী যেই থাকুক আমাদের দেখার বিষয় না, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিক দিয়েছেন তাঁর নির্বাচন করতে হবে এটাই সাফ কথা। আগামী ২৭ জুলাই খাদেরগাঁও ইউনিয়নে নৌকার বিজয়ের জন্য যুবলীগসহ সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। এবং নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান,খাদের গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত (নৌকা প্রতিক) চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার,খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী। নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান,খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ ফারুক মজুমদার, স্থানীয় ইউপি সদস্য অঞ্জন বেপারী যুবলীগ নেতা তাপস সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, শিক্ষক ও সুধীসমাজের নেতৃত্ব বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, জেলা যুবলীগ নেতা অরুপ কর্মকার,গাজী শাহাদাত, জাহাঙ্গীর প্রধান,শুক্কুর ঢালী, কামরুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শ্রী বাদল নন্দী, এমরান হোসেন চৌধুরীসহ খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্র লীগসহ সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও দলীয় নেতৃবৃন্দ ভোটারা।