মো. ফিরোজ উদ্দিন , নকলা (শেরপুর)ঃ
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৯ অক্টোবর শনিবার সকালে নকলা থানার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, ছাত্রলীগের আহবায়ক আবু হামজা কনক, পুলিশ সদস্য ও পুলিশিং কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।