আব্দুল মান্নান সিদ্দিকীঃ
ঢাকা দোহার সড়ক ফুটপাতে শীতের পোশাক বিক্রি জমজমাট।এ বছর আগাম শীত পড়ায় গ্রাম অঞ্চলের মানুষ শীত নিবারণে শীতের পোশাক পড়তে শুরু করেছেন।
বিভিন্ন মার্কেট শপিংমলেও শীতের পোশাক পাওয়া যাচ্ছে। ঢাকা দোহার সড়কের পাশে ফুটপাত গুলিতে শীতের পোশাকে ভরে গেছে। বিক্রিও হচ্ছে প্রচুর পরিমাণে।
ফুটপাতে শীতকালীন পোশাক দোকানদার বাতেন এ প্রতিনিধিকে জানান,স্বল্প আয়ের লোকেরাই তাদের দোকানে ভিড় জমান। বেচাকেনাও ভালো।
ফুটপাতে পোশাক কিনতে এসেছিলেন নূরজাহান তিনি এ প্রতিনিধিকে জানান, স্বল্প মূল্যে ফুটপাতেও ভালোপোশাক পাওয়া যাচ্ছে। তিনি বেছে বেছে তার পছন্দের পোশাক সংগ্রহ করছেন।