• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
Headline

ঝিনাইদহ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কে ঝিনাইদহ নাগরিকের গন সংবর্ধনা

Lovelu / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দার,ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান  ড. হারুন অর রশিদ কে গণসংবর্ধনায় ও গণঅভিনন্দনে নন্দিত করলেন ঝিনাইদহের সাধারণ আপামর জনগণ। ঝিনাইদহের প্রানকেন্দ্র পায়রা চওর মোড়ে বিপুল ভক্ত, শুভাকাঙ্খী ও আপামর সাধারণ জনগণের উপস্থিতিতে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা  আমির হোসেন মালিথা। উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক  আনিসুর রহমান খোকা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কমিশনারবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রেস মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান বক্তা জনাব ড. হারুন অর রশিদ বলেন, আমি আপনাদের ভালোবাসায় ও মহান আল্লাহ তাআলার রহমতে অনেক চড়াই উতরায় পার করে ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এ নির্বাচনে অংশগ্রহন করতে এসে আমাকে দুর্বৃত্তের হামলা ও বিভিন্ন মহলের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মীবৃন্দ মিথ্যা অপবাদ সহ হামলা মামলার শিকার হয়েছে। এরপরেও কোন অপশক্তি আমাকে জনগণের জেলা পরিষদ চেয়ারম্যান হতে বাধা গ্রস্থ করতে পারেনি সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে জনগণের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আজ কথা দিয়ে যাচ্ছি ঝিনাইদহ জেলার মানুষের কাছে আমার অনেক ঋণ সে ঋণ আমি আমার ভালো কাজের মধ্য দিয়ে সকলকে সাথে নিয়ে ঝিনাইদহ কে বেকারমুক্ত,অভাবমুক্ত, দুর্নীতিমুক্ত উন্নয়নশীল জেলা হিসেবে পরিণত করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category