• বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

জৌনপুরী হুজুরের শুভ আগমনে মিলাদ ও দোয়ার জলসা

Lovelu / ৯৬ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলার মতলব উত্তর  উপজেলার ঐতিহ্যবাহী নন্দলালপুর সাতবাড়িয়া গাউছিয়া কমপ্লেক্সের উদ্যোগে আগামী ১৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার দিন বাদ আছর হতে জৌনপুরী হুজুরের শুভ আগামন উপলক্ষে মিলাদ ও দোয়ার জলসা আয়োজন করা হয়েছে।

মিলাদ ও দোয়ার জলসা প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- পীর ফকির হযরত মাওলানা ওয়া মুর্শেদুনা শাহ সুফি সুমায়েস আখতার বেলাল, পীর সাহেব জৈনপুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসীর কোরআন, সু-মধুর কণ্ঠস্বর আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা দেলোয়ার বিন দেওয়ান দা. বা. খতিব, বাইতুল আমান জামে মসজিদ (আবু সাঈদ বাজার) কামরাঙ্গীরচর,ঢাকা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব সারা বাংলা ভ্রমণকারী হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন রুহানী, তাফসীরকারক বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। মাওলানা নুরুল আমিন জিহাদী, মুহাতামিম আল কারীম দারুল ইসলামিয়া মাদ্রাসা, চাঁদপুর।

আরজ গুজার হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম, পেশ ইমাম নন্দলালপুর সাতবাড়িয়া গাউছিয়া কমপ্লেক্স, মুহতামিম অত্র মাদ্রাসা।

মিলাদ ও দোয়া জলসা সভাপতিত্বো করিবেন- প্রকৌশলী মাহবুবুর রহমান ( শান্তি ), সভাপতি- অত্র কমপ্লেক্স।
সার্বিক তত্ত্বাবধানে থাকবেন- কার্যনির্বাহী কমিটি, অত্র কমপ্লেক্স।
শুভেচ্ছান্তে মোঃ শাহজাহান বেপারী, সাধারণ সম্পাদক অত্র কমপ্লেক্স।

উক্ত মাহফিলে সকল মুসলমানদের প্রতি দ্বীনি দাওয়াত রহিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category