ইসমত বাহারঃ
২৩ মে(সোমবার) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ( অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা ( অনূর্ধ্ব ১৭)” এর উদ্বোধন করা হয়েছে ।
উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন ও প্রমুখ।
টুর্নামেন্টের সূচী অনুযায়ী চাঁদপুরের ৮ উপজেলা ও চাঁদপুর পৌরসভার দলের মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের খেলাগুলো হবে।