• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
Headline
বিরামপুরে ইমাম-খতীব ও উলামাদের নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ সলঙ্গায় ৬টি ইউনিয়ন পরিষদ কার্যক্রম স্বাভাবিক করার দাবী শ্রীনগরে আড়িয়ল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিং প্রধান উপদেষ্টার নেতৃত্বে অর্থনৈতিক পরিষদ গঠন মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪ মতলবে অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে ৭৫ লক্ষ টাকা নিয়ে ক্যাশিয়ার দীপংকর ঘোষ উধাও! বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে– হাফিজুর রহমান কবির প্রধান উপদেষ্টার একান্ত সচিব- ২ হলেন মতলব উত্তরের সজীব মতলব উত্তরে প্রধান  শিক্ষককে বিদ্যালয়ে ফেরালেন শিক্ষার্থীরা শেরপুরের নকলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ – বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

Lovelu / ২৭৯ Time View
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে তেল, গ্যাস, জ্বালানি, গণপরিবহনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সীমাহীন বিদ্যুতের লোডশেডিয়ের প্রতিবাদে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিলেও পিছু হটতে বাধ্য হয়। সোমবার (৫ সেপ্টেম্বর) সুন্দরগঞ্জ শহরে এঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন । অপরদিকে একই দিনে সুন্দরগঞ্জ শহরে বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। উভয় দল তাদের কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিও গ্রহণ করেন। বিশেষ করে বিএনপির কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগ।
এলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সোমবার সকাল থেকেই দফায়-দফায় বিক্ষোভ মিছিল সহকারে শহরে প্রবেশ করে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে অবস্থান নেন। এ অবস্থায় উপজেলা বিএনপি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পিছুহটে সুন্দরগঞ্জ শহরে আহবান করা কর্মসূচির সিদ্ধান্ত তাৎক্ষণিক পরিবর্তন করে ২২ কিলোমিটার দূরে শ্রীপুর ইউনিয়নের মাঠেরহাট ঈদগাহ মাঠে নেয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক সুন্দরগঞ্জ শহরের রাজপথ দখলে নিয়ে দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর নির্দেশে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশিকুজ্জামান প্রামাণিক তুহিন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল প্রমুখ। বক্তারা বলেন ভবিষ্যতেও জামায়াত-বিএনপির নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিহত করা হবে।
কর্মসূচির স্থান পরিবর্তনের ব্যাপারে উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর থেকে ২২ কিলোমিটার দূরে মাঠেরহাট ঈদগাহ মাঠে নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু মুঠোফোনে বলেন, জামায়াত বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য তাদেরকে প্রতিহত করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category