• বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

গলাচিপার রাজিবুল হাসান কে  আর্থিক অনুদান দিলেন Gmks 

Lovelu / ২২৭ Time View
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
  বৃহস্পতিবার, বেলা ১১ টায় পটুয়াখালী জেলার সর্বাধিক জনপ্রিয় স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন “গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks” এর পক্ষ থেকে মোঃ রাজিবুল হাসান কে ১ মাসের চিকিৎসার ঔষধ খরচ বাবৎ নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। 
গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ড, ১২৪ কলেজ পাড়া, মরহুম শাহজাদা খান এর ছেলে মোঃ রাজিবুল হাসান ৬ মাস পর্যন্ত অসুস্থ। ২ টি কিডনি নষ্ট হয়ে গেছে তার মা একটি কিডনী দিবে তা প্রতিস্থাপন করা খুবই ব্যয় বহুল।   ঔষধে মাসে কয়েক হাজার টাকা লাগে।
তাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে Gmks  এবং তার হাতে নগদ অর্থ অনুদান তুলে দেয়।
মোঃ রাজিবুল হাসান অত্যন্ত আন্তরিকতার সাথে Gmks এর অনুদান গ্রহন করেন এবং সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অত্র সংগঠনের সভাপতি বলেন,    আজ রাজিব ভাইর বিপদে,  আমরা Gmks এর পক্ষ থেকে কিছু দিতে পারছি সত্যি তাতে আমরা আনন্দিত।  গলাচিপা উপজেলার মাত্র ২৫ সদস্যের  পরিবার হলো Gmks.
 সকল সদস্যের জন্য তিনি রাজিব হাসানের কাছে দোয়া চেয়েছেন।
এক পর্যায়ে তিনি মোঃ রাজিবুল হাসান কে সাহায্য করতে পটুয়াখালী জেলাবাসী সহ সাড়া দেশবাসী কে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, গলাচিপা উপজেলার সকল হৃদয়বান ব্যক্তি কে  Gmks এ যোগাদানের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি,  বর্তমানে গলাচিপার ২৫ জন তরুন প্রজন্ম এখানে কাজ করতেছে যার ফলে উপকৃত হচ্ছে, অনেক অসহায়  ব্যক্তি ও পরিবার।
আমাদের জীবনের কোন ইবাদত যদি কবুল নাও হয়, আমি মনে করি সংগঠনের দ্বীনের পথের দান কখনো বিফলে যাবে না। এর উসিলায় মহান আল্লাহ পাক আমাদের বিপদ-আপদ দূর করবেন এবং পরপারে এটাই নাজাতের একমাত্র পাথেও হবে ইনশাআল্লাহ।
যারা উপস্থিত হয়ে আজকের প্রোগ্রামকে সফল ও স্বার্থক করেছেন সকল কে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category