ওসমান গনিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা আল আমিন মাদ্রাসায় অনুদানের এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় এই অনুদান বরাদ্ধ দেন বালুয়াকান্দী ইউঃপি চেয়ারম্যান মোঃশহিদুজ্জামান জুয়েল।চেক হস্তান্তর করেন বালুয়াকান্দী ইউঃপি প্যানেল চেয়ারম্যান ও ইউঃপি সদস্য মোঃরিটু প্রধান।মাদ্রাসার পক্ষ থেকে চেক গ্রহণ করেন মাদ্রাসার পিন্সিপাল মুফতি মাওলানা ফয়েজ উল্লাহ,এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আজিজুল হক পার্থ,মাওলানা মইনুল ইসলাম,শ্রমিক নেতা নাসির উদ্দীন প্রধান প্রমুখ।
চেক পেয়ে মুফতি মাওলানা ফয়েজ উল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, স্থানীয় জন প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,মাদ্রাসার উন্নয়ন কাজ চলমান থাকায়,এই মুহুর্তে চেক পাওয়ায় আমাদের উপকার হলো।