নিজস্ব প্রতিবেদকঃ
অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে গাজী শরিফুল হাসান শরীয়তপুরে যোগদান করেন।
মঙ্গলবার(৭ জুন)বিকেলে তিনি শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন এবং জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে গত ৩০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল- আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসানকে শরীয়তপুরের এডিসি হিসেবে পদায়ন করা হয়।
উল্লেখ্য, গাজী শরিফুল হাসান কে এর আগে ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল।সেই আদেশ স্থগিতের পর জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেন।