মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) :
হাটি-হাট পা-পা ১৯ বছর কাটিয়ে ২০ বছরে পা রাখাই কেক কেটে আনুষ্ঠানিক ভাবে দিবসটী পালিত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টম্বর ) সন্ধায় দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে বিরামপুর বার্তা পত্রিকা অফিসে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা শেমল কুমার, পত্রিকার পরিচালক ডাক্তার শাহরিয়ার ফেরদৌস হিমেল, অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত,বিরামপুর বার্তার সম্পাদক রোস্তম আলী, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল কুদ্দুস, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সম্পাদক মশিউর রহমান, হিলি হাকিমপুর প্রেসক্লাবের সম্পাদক মুরাদ কবির, সহ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দু।