• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
জেলায় টানা চারবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সালেহ আহমেদ শাপলা কাব অ্যাওয়ার্ড পেল সাংবাদিক কন্যা আফিফা আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে: তানভীর হুদা  আশার আলো অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত শ্রীনগরে  ইসকন নিষিদ্ধ ও সাইফুলের হত্যাকারীর ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না- ডাঃ জাহিদ  সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা বিরামপুর হানাদার মুক্ত দিবস অনুষ্ঠিত বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেঃ জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসে ছেংগারচর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল 

হাইমচরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ৩

Lovelu / ২০১ Time View
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ

হাইমচর উপজেলা ৪৯ তম গ্রীষ্মকালী মাধ্যামিক পর্যায়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষকও শিক্ষার্থীসহ আহত ৩ জন।

বুধবার সকাল ১২ ঘটিকায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ ফুটবল খেলার ২য় দিনে বাজাপ্তি রমণী মহন উচ্চ বিদ্যালয় বনাম আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার ফুটবল খেলায় ট্রাইবেকারের সময় দু’গ্রুপের মাধ্যকার সংঘর্ষে শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ৩ জন।পরে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ঘটনাস্থলে পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রিত করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মির হোসেন বলেন, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় ও আলগী বাজার সিনিয়র মাদ্ররাসা এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখানে ১জন শিক্ষক এবং ২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, যেই দুই প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঐ দুই প্রতিষ্ঠানকে বাদ দিয়ে বাকি প্রতিষ্ঠান গুলোর খেলা চলমান থাকবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকি বলেন,এই খেলাটি প্রথম থেকেই অনিয়ম হয়ে আসছে।বাজাপ্তি রমনী মহন উচ্চ বিদ্যালয়ের ১২ জন হয়ে খেলছে।আমরা খেলার ভিতরেই রেফারী ও লাইসম্যানকে জানাইছি।

আহতরা বলেন,খেলার টাইব্রেকারের সময় বাজাপ্তি রমণী মহন উচ্চ বিদ্যালয়ের দর্শক/শিক্ষার্থীরা বাজে বন্তব্য করলে একজন শিক্ষক বাজে কথা না বলতে অনুরোধ করলে তারা ঐ শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে কিল ঘুসি মারতে শুরু করে।এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষে ইট পাটকিল মারা শুরু করে। পরে ইউএনও স্যার ও পুলিশ এসে মারামারি নিয়ন্ত্রণ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category