মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ
চাঁদপুরের হাইমচরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার ( ৮ জুন ) রাত ১০টার দিকে ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের উত্তর চরভাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- হাইমচর উপজেলার উত্তর চরভাঙ্গা গ্রামের হযরত আলী তপদারের ছেলে মাসুদ তপদার, মৃত আলী তপদারের ছেলে খায়ের পাটোয়ারী, ডেলের বাজারের কালু গাজীর ছেলে তাজুল ইসলাম, মাহতাবর ব্রি সামনে থেকে রফিক এর ছেলে শাহীন কে আটক করেন। তারা সবাই দীর্ঘ দিন যাবত মাদক কারবারে জড়িত রয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে হাইমচর থানা অফিসার ইনচার্জ বলেন, রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দক্ষিণ আলগী এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।